![]() |
Image source : Google |
পুজোর আগেই ইলিশ বয়ে আনছে ভারতবাসীর জন্য সুখবর :-
ইলিশের দাম এই বছর আগুন ।সেই কারণে বাজারের ব্যাগ খালি নিয়ে অনেকেই বাড়ি ফিরেছেন ।তাদের জন্য ভালো খবর ।বাংলাদেশ সরকার এদেশে ৫০০টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছেন ।এই দেশের সরকার এটিকে বাণিজ্যিক রপ্তানি হিসাবে নয় ,দুর্গাপুজোর অভিনন্দন হিসাবে এই ৫০০টন ইলিশ আমাদের দেশে পাঠাচ্ছেন ।এই বছর ইলিশ এর ব্যাপক আমদানি হয়েছে বাংলাদেশে ,সেই কারণে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।এই বছর ই পাঠাবে বলে জানিয়েছে ,তারপর আবার নিষেধাজ্ঞা জারি থাকবে ।
৫০০ টন ইলিশ ওপার বাংলা থেকে আসছে ,পুজোর আগেই নতুন খবর ইলিশ বয়ে আনছে ।এই বছর পুজো জমে যাবে ভাপা ইলিশ ,সরষে ইলিশ আর ইলিশের তেলের সাথে ।
বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রী ২০১২ সালের ১লা আগস্ট থেকে সব রকম মাছের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারী করেছিল ।সেই বছর ই বাংলাদেশ সরকার মনস্থির করেন যে শুধুমাত্র ইলিশের উপরই এই নিষেধাজ্ঞা জারী থাকবে ।এই প্রসঙ্গে উল্লেক্ষ যে বাংলাদেশে মোট ৬৫%ইলিশ উৎপাদন হয় আর ভারতে হয় ১৫%।
আরও পড়ুন: দেশপ্রিয় পার্কের এ বছরের থিম ২০১৯ । kolkata Pujo Theme Of Deshopriyo Park 2019 । Durga Puja 2019
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এ বছরের থিম । kolkata Pujo Theme Of Sreebhumi Sporting Club 2019 । Durga Puja 2019
হাতিবাগান সার্বজনীন : প্যান্ডেলের ভিড়ের মধ্যে সেলফি তোলার দিন শেষ।মা স্বয়ং নিজেই আমাদের সাথে সেলফি তুলবেন
0 Comments