![]() |
Image source : Google |
পুজো পরিক্রমা ২০১৯(শ্রীভূমি স্পোর্টিং ক্লাব):-
কয়েক বছর ধরে যে প্যান্ডেল মানুষের মন জয় করেছে সেটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ।কখনো পুরীর জগন্নাথদেবের মন্দির ,বাহুবলীর মহেষ্মতীর রাজপ্রাসাদ ,কখনো রানী পদ্মাবতীর দুর্গ প্রত্যেকবারই নতুন নতুন আকর্ষণ দিয়ে মানুষের ভিড় বাড়িয়েছে ,অর্থাৎ গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ জায়গা করে নিয়েছে সেটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।এই বছর কি চমক আনতে চলেছে সেটি সবার মনে প্রশ্ন ?অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মানুষকে কি উপহার দেবে এই বছর সেই নিয়ে রয়েছে মানুষের মনে কৌতুহল ,সেটি জানতে হলে এটি দেখতে আস্তে হবে ।প্রতি বছরের মতো এই বছরে কিছু নতুনত্ব থাকবে ।ভারতীয় সংস্কৃতির উপরই এই প্যান্ডেলের থিম তৈরী হয়েছে ।
আরও পড়ুন: দেশপ্রিয় পার্কের এ বছরের থিম ২০১৯ । kolkata Pujo Theme Of Deshopriyo Park 2019 । Durga Puja 2019
0 Comments